কর্তব্যপথে 'আকাশ'

author-image
Harmeet
New Update
কর্তব্যপথে 'আকাশ'

নিজস্ব সংবাদদাতা: রাজধানীতে শুরু হয়ে গিয়েছে কুচকাওয়াজ। ইতিমধ্যে কর্তব্যপথে দেখা গিয়েছে অর্জুন ট্যাংক, ব্রাহ্মোস-এর মতো অত্যাধুনিক যুদ্ধাস্ত্র দেখা গিয়েছে রাজপথে। এবার দেখা গিয়েছে 'আকাশ' ক্ষেপণাস্ত্র। ক্যাপ্টেন সুনীল দশরাথের নেতৃত্বে ২৭ এয়ার ডিফেন্স মিসাইল রেজিমেন্টের আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম প্রদর্শিত হয়েছে।