বর্ষাকালে কাঠের আসবাবে ছত্রাক ধরছে?

author-image
Harmeet
New Update
বর্ষাকালে কাঠের আসবাবে ছত্রাক ধরছে?

​নিজস্ব সংবাদদাতাঃ  কাঠের আসবাব এই সময় যত্নে রাখা দরকারি। কী করে এই মরশুমে আসবাবের যত্ন নেবেন, জেনে নিন।





Interior: How to take care of wooden furniture in the monsoon dgtl -  Anandabazar







• আসবাবের উপর বর্ষাকালে বেশি ধুলো জমতে দেবেন না। ধুলো বাতাসের জলীয়বাষ্প টেনে আনে।

• আসবাবের উপরের ধুলো পরিষ্কার করতে কখনও ভিজে কাপড় ব্যবহার করবেন না। তা হলে ছত্রাক জন্মানোর প্রবণতা বাড়বে।

• বর্ষাকালে কাঠের আসবাবের পাল্লা আঁটোসাঁটো হয়ে গেলে তেল দেবেন না। তাতেও কাঠের ক্ষতি হয়। এই ধরনের সমস্যা ঠেকাতে কিছু স্প্রে মোম পাওয়া যায়। সেগুলি ব্যবহার করতে পারেন।



• কাঠের আসবাবটি কি মাটি ছুঁয়ে আছে? তা হলে সেখান থেকেও বাষ্প উপরে উঠে আসতে পারে। আসবাবের পায়াগুলির তলায় ধাতব কিছু রেখে দিতে পারেন।