নিজস্ব সংবাদদাতাঃ এবার প্রজাতন্ত্র দিবস ও বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি টুইট করেন,' সকল দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। আজ সমস্ত ভারতীয়দের জন্য দেশের সাংবিধানিক ঐতিহ্যকে শক্তিশালী করার এবং একটি নতুন ভারত গড়ে তোলার সংকল্পে নিজেকে পুনরায় উৎসর্গ করার একটি সুযোগ। ভারতের সকল সংবিধান প্রণেতা ও স্বাধীনতা সংগ্রামীদের স্যালুট।' বসন্ত পঞ্চমী নিয়ে রাজনাথ লেখেন, 'আপনাদের সবাইকে বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। এই উৎসব সবার জীবনে জ্ঞান, সুখ, সমৃদ্ধি ও আনন্দ বয়ে আনুক, এটাই মা সারদার কাছে প্রার্থনা।'
सभी देशवासियों को गणतंत्र दिवस की हार्दिक शुभकामनाएं। आज का यह दिन सभी भारतवासियों के लिए देश की संवैधानिक परंपराओं को मज़बूत करने और नये भारत के निर्माण के संकल्प के प्रति स्वयं को पुनः समर्पित करने का अवसर है। भारत के सभी संविधान निर्माताओं एवं स्वतंत्रता सेनानियों को नमन।
— Rajnath Singh (@rajnathsingh) January 26, 2023