তুরস্কে সামরিক সামগ্রীর রপ্তানি অনুমোদন করেছে ফিনল্যান্ড

author-image
Harmeet
New Update
তুরস্কে সামরিক সামগ্রীর রপ্তানি অনুমোদন করেছে ফিনল্যান্ড


নিজস্ব সংবাদদাতা: তুরস্কে সামরিক রপ্তানি অনুমোদন করেছে ফিনল্যান্ড। ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রক বুধবার জানিয়েছে যে, দেশটি তুরস্কে সামরিক সামগ্রীর রপ্তানির জন্য প্রথম বাণিজ্যিক রপ্তানি লাইসেন্স জারি করেছে। মন্ত্রণালয়ের বিশেষ উপদেষ্টা রিক্কা পিটকানেন জানিয়েছেন, রপ্তানি লাইসেন্স দেওয়া হয়েছে ইস্পাতের জন্য যা বর্ম তৈরির জন্য ব্যবহার করা হবে।