নিজস্ব সংবাদদাতা: গ্রিসের চলমান সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোটের আহ্বান জানিয়েছেন গ্রিসের প্রধান বিরোধী নেতা অ্যালেক্সিস সিপ্রাস। দীর্ঘদিন ধরে চলমান ওয়্যারট্যাপ কেলেঙ্কারির জন্য বুধবার সরকারের প্রতি অনাস্থা ভোটের আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস ব্যক্তিগতভাবে এর সঙ্গে জড়িত ছিলেন। তবে এই প্রসঙ্গে মিৎসোটাকিস বলেন, "আমরা এই রাজনৈতিক যুদ্ধের জন্য একেবারে প্রস্তুত"।