বাংলাদেশে সরস্বতী পূজার শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা

author-image
Harmeet
New Update
বাংলাদেশে সরস্বতী পূজার শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা

হাবিবুর রহমান, ঢাকাঃ  বৃহস্পতিবার বিদ্যার দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হবে। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে এই পূজা হয়। তাই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ঢাকা জগন্নাথ হল মাঠ, রামকৃষ্ণ মঠ, রমনা কালিমন্দির, জয়কালী মন্দির, ঢাকেশ্বরী মন্দির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও রাজারবাগ কালী মন্দিরসহ বিভিন্ন মণ্ডপ, পাড়া-মহল্লা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যস্ত সময় পর করছেন সনাতন ধর্মাবলম্বীরা। ঢাকা শহরের বিভিন্ন প্যান্ডেল ও আলোকসজ্জা করা হয়েছে। বিদ্যার দেবীর বন্দনায় প্রস্তুত সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। বাংলাদেশে শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শাস্ত্রমতে, সরস্বতী হলেন জ্ঞান, বিদ্যা, সংস্কৃতি ও শুদ্ধতার দেবী। সৌম্যাবয়ব, শুভ্র বসন, হংস-সম্বলিত, পুস্তক ও বীণা ধারিণী এই দেবী বাঙালির মানসলোকে এমন এক প্রতিমূর্তিতে বিরাজিত, যেখানে কোনো অন্ধকার নেই, নেই অজ্ঞানতা বা সংস্কারের কালো ছায়া।