রাহুল পাসোয়ান, আসানসোলঃ রাজ্যে প্রথম বারের জন্য ক্ষমতায় এসে স্কুল, কলেজে পাঠরত মেয়েদের জন্য বিশেষ আর্থিক সহায়তার প্রকল্প ঘোষণা করেছিলেন তৃণমূল সরকার। সরকারের পক্ষ থেকে যে প্রকল্পের নাম দেওয়া হয় কন্যাশ্রী প্রকল্প। প্রসঙ্গত ২০১৯ সালে ইউনেস্কোর কাছে বিশেষ স্বীকৃতি পায় বাংলার এই প্রকল্প। আর রাজ্য জুড়ে শনিবার মহা সাড়ম্বরে পালিত হচ্ছে সেই কন্যাশ্রী দিবস। আর সেই উপলক্ষে এদিন আসানসোল দুর্গাপুর ডেভলপমেন্ট অথরিটির সভা গৃহে অনুষ্ঠিত হয় এক বিশেষ অনুষ্ঠান।