নিজস্ব সংবাদদাতা: জার্মানির রাজধানী বার্লিনের বিইআর বিমানবন্দরের কর্মীরা বুধবার তাদের বেতনের দাবিতে ধর্মঘটে নেমেছেন এবং বিমানবন্দর অপারেটর জানিয়েছে যে এর ফলে সমস্ত নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট বাতিল করা হয়েছে। ৩৫ হাজারেরও কম যাত্রী নিয়ে প্রায় ৩০০ টি উড্ডয়ন ও অবতরণের পরিকল্পনা করা হয়েছিল। ভের.ডি ইউনিয়ন বিমানবন্দর কর্মীদের গ্রাউন্ড সার্ভিস, এভিয়েশন সিকিউরিটি এবং এয়ারপোর্ট কোম্পানির কর্মীদের মজুরি বিরোধে ধর্মঘট করার আহ্বান জানিয়েছে।