দেবাশিস বিশ্বাস, কোচবিহারঃ কোচবিহার জেলাজুড়ে পালিত হল কন্যাশ্রী দিবস। জেলার পাঁচটি মহকুমাতে প্রশাসনের তরফ থেকে এই দিনটি পালন করা হলেও অনুষ্ঠানটি আয়োজিত হয় কোচবিহার জেলা শাসকের দপ্তর সংলগ্ন ল্যান্সডাউন হলে। শনিবার সকালে সেখানে ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান। কন্যাশ্রী দিবস কে সামনে রেখে একটি ট্যাবলোর সূচনা হয়। এর পরেই সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় । কন্যাশ্রী দিবসে জেলার তিনটি স্কুলকে সেরার শিরোপা ও তিনটি কলেজকে সেরার শিরোপা দেওয়া হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কন্যাশ্রী প্রকল্পে স্কুল গুলির মধ্যে জেলায় প্রথম স্থান অধিকার করেছে মহিষমুড়ি হাই স্কুল, দ্বিতীয় পুন্ডিবাড়ি আর জি এল হাই স্কুল, তৃতীয় মধুপুর লক্ষীকান্ত হাই স্কুল তাদেরকে পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। পাশাপাশি জেলার তিনটি কলেজকে পুরস্কার তুলে দেওয়া হয় এদিন। সেখানে প্রথম স্থান অধিকার করে দিনহাটা কলেজ, দ্বিতীয় স্থান অধিকার করে বানেশ্বর সারথি বালা মহাবিদ্যালয় ও তৃতীয় স্থান অধিকার করে ইউনিভার্সিটি বিটি এন্ড ইভিনিং কলেজ।