নিজস্ব সংবাদদাতাঃ গতকাল ভারতে পা রেখেছিলেন মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসি। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। আজ রাষ্ট্রপতি ভবনে পৌঁছন তিনি। সেখানে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। এরপর দিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসি। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবদেল ফাত্তাহ এল-সিসি বলেন, 'আমরা সবুজ হাইড্রোজেন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতার বিষয়েও আলোচনা করেছি। ভারত ও মিশর প্রাচীন সাংস্কৃতিক সভ্যতা। পর্যটন বৃদ্ধির লক্ষ্যে দুই দেশের মধ্যে সংযোগের বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। আগামীকাল আমি প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিতে যাচ্ছি। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কৃতজ্ঞতা জানাই এমন একটি অভ্যর্থনার জন্য।'
পর্যটন বৃদ্ধির লক্ষ্যে দুই দেশের মধ্যে সংযোগের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে: আবদেল ফাত্তাহ এল-সিসি
New Update