নিজস্ব সংবাদদাতাঃ মালির উত্তরাঞ্চলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক কর্মীকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাপরিচালক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, 'সোমবার মেনাকা শহরে ড. মাহামাদু দিয়াওয়ারাকে তার গাড়ি থেকে অপহরণ করা হয়।' টেড্রোস বলেন, 'স্বাস্থ্যকর্মীদের কখনোই টার্গেট করা উচিত নয়।' অপহরণের ঘটনা তদন্তে কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে ডব্লিউএইচও।