নিজস্ব প্রতিনিধি: রাজ্যের সব জেলা হাসপাতালকে চিঠি দিয়ে প্রস্তুতির নির্দেশ দিল নবান্ন। তৃতীয় ঢেউ মোকাবিলায় সব রকম পরিকাঠামো তৈরি রাখুন, নির্দেশ নবান্নর চিঠিতে। সেই সঙ্গে এও বলা হয়েছে, কোনওক্ষেত্রে পরিকাঠামোর অভাব থাকলে তা যেন অবিলম্বে সরকারকে জানানো হয়। প্রশাসন আশ্বাস দিয়েছে, চিকিৎসা সরঞ্জামের অভাব থাকলে নবান্নের তরফে দ্রুত ব্যবস্থা করা হবে।