নিজস্ব সংবাদদাতা: বই-খাতার পাশাপাশি বাঙালির কাছে সরস্বতী যেন অজান্তেই হয়ে উঠেছেন 'প্রেমের দেবী'।বিশেষজ্ঞ মহলের মতে, সরস্বতী পুজোর আয়োজনের দায়িত্ব মূলত থাকে নবম থেকে একাদশ শ্রেণির পড়ুয়াদের উপরেই। আর কৈশোর থেকে যৌবনের এই ট্রানজিশনে শরীর-মনে আসে নানা পরিবর্তন। যেখান থেকেই একে অপরের প্রতি তৈরি হয় মোহ, আকর্ষণ। আর তাই আড়চোখে 'ক্রাশকে' একবার সামনে থেকে দেখার আনন্দ কিংবা 'প্রথম প্রেমের প্রতিশ্রুতি' স্কুল পড়ুয়াদের কাছে এর থেকে ভালো দিন আর হয় না। তাই সরস্বতী পুজোর দিনকেই বলা হয় বাঙালির ভ্যালেন্টাইনস ডে।