দিগ্বিজয় মাহালী, ডেবরাঃ বিবাহবার্ষিকী বিভিন্ন ভাবে সেলিব্রেট করা হয় বিভিন্ন সময়ে। চলে পার্টি,আড্ডা,জমিয়ে খাওয়াদাওয়া। সবটাই কাটে নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে। কিন্তু মেদিনীপুর শহরের এক দম্পতি তাদের বিবাহ বার্ষিকী কাটালেন জুভেনাইল হোমের কচিকাচাদের সঙ্গে। রিটায়ার্ড হওয়া কন্সটেবল স্বপন কুমার দাস তাঁর ছেলে, বৌমা সহ পুরো পরিবারকে নিয়ে হাজির হন ডেবরা জুভেনাইল হোমে। ছেলে সুমিত কুমার দাস ও বৌমা দেবযানী জানা দাসের উদ্যোগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বপন বাবু। তাঁর ছেলের প্রথম বিবাহ বার্ষিকীতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন ডেবরা জুভেনাইল হোমে এসে হোমের ছেলেদের সঙ্গে পরিচিতি পর্বের পরে হোমের ছেলেরা নাচ এবং গান পরিবেশন করে। প্রত্যেক ছেলেদের হাতে তুলে দেওয়া হয় খাতা, পেন, চকলেট। দুপুরের খাবারের মেনুতে ছিল ভাত,ডাল,মাছ,মাংস,সন্দেশ। আনন্দের সঙ্গে খাওয়া দাওয়া সারলো হোমের ছেলেরা। দেবযানী জানা দাস বলেন, 'বিবাহবার্ষিকী অনেকে অনেক ভাবেই কাটায়। কিন্তু আমরা এই হোমের ছেলেদের সঙ্গে কাটালাম। খুব ভালো লাগলো। আমরা এটা আগামী দিনেও চালিয়ে যাবো।' অপরদিকে হোমের পক্ষ থেকে ত্রিদিপ দাস বেরা জানান, 'আমরা আপ্লুত। ওনারা আজ এসে হোমের ছেলেদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে গেলেন।'
বিবাহবার্ষিকীতে হোমের আবাসিকদের পাশে দম্পতি
New Update