নিজস্ব সংবাদদাতাঃ আগামী পরশুই প্রজাতন্ত্র দিবস। দিল্লিতে আয়োজন করা হয়েছে চোখ ধাঁধানো কুচকাওয়াজের। প্রজাতন্ত্র দিবসের আগে দিল্লি পৌঁছলেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল সিসি। তিনি প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তার এই সফরে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ডাঃ এস জয়শঙ্করের সাথেও দেখা করবেন বলে জানা গিয়েছে।