নিজস্ব সংবাদদাতাঃ দলীয় নেতা দিগ্বিজয় সিংয়ের 'সার্জিক্যাল স্ট্রাইক' মন্তব্যের জেরে কংগ্রেসকে পড়তে হচ্ছে বিজেপির কটাক্ষের মুখে। এদিন গেরুয়া শিবিরের নেতা রবি শংকর প্রসাদ বলেন, ' প্রথম বারের মত রাহুল গান্ধী বলেছেন তিনি সেনাবাহিনীকে সম্মান করেন। দিগ্বিজয় সিং আপনার সাথে হাজার হাজার কিলোমিটার হেঁটেছেন, আপনি কি তাকে বোঝাতে পারেননি? তিনি কি প্রথমবার এরম বলেছেন? আজ বিজেপি আপনার সাথে চূড়ান্ত হিসাব মিটিয়ে নেবে।'