নিজস্ব সংবাদদাতাঃ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য নাগাল্যান্ডে ভোটের দামামা বেজে গিয়েছে। ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশন (ইএনপিও) বেশ কিছুদিন ধরেই আলাদা রাজ্যের দাবি জানিয়ে আসছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই সংগঠন বিধানসভা নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছিল। বয়কটের ঘোষণার মধ্যেই পূর্ব নাগাল্যান্ডের বিধায়কদের সংগঠন ইস্টার্ন নাগাল্যান্ড লেজিসলেটিভস (ইএনএলইউ) আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশন (ইএনপিও) ২০২২ সালের আগস্টে পূর্ব নাগাল্যান্ডের ৬টি জেলাকে একীভূত করে একটি পৃথক রাজ্য গঠনের দাবি জানিয়েছিল।