নিজস্ব সংবাদদাতাঃ ভাঙড়ে তৃণমূল-আইএসএফের মধ্যে সংঘর্ষের ঘটনায় গ্রেফতারির সংখ্যা আরও বাড়ল। গ্রেফতার করা হয়েছে আরও ২ জনকে। গত শনিবার আইএসএফ এবং তৃণমূল কর্মী-সমর্থকদের সংঘর্ষে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে ভাঙরের হাতিশালা এলাকা। এরপরেই ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে আইএসএফ সমর্থকরা এসপ্ল্যানেডে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।
ঘটনার ফলে অবরুদ্ধ হয়ে পড়ে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রস্থল ধর্মতলা চত্ত্বর। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে ঊর্ধ্বতন কর্মকর্তারা আইএসএফ কর্মীদের ওপর লাঠিচার্জ শুরু করে। ইতিমধ্যে বিধায়ক নৌশাদ সিদ্দিকী এবং তাঁর দলের ১৭ জন কর্মীকে নয় দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।