নিজস্ব সংবাদদাতাঃ উত্তর প্রদেশের প্রতিষ্ঠা দিবস নিয়ে মঙ্গলবার টুইট করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, 'উত্তর প্রদেশের প্রতিষ্ঠা দিবসে উত্তরপ্রদেশবাসীকে অনেক অনেক শুভেচ্ছা। গত কয়েক বছরে রাজ্যের উন্নয়ন সকলের নজর কেড়েছে। উত্তরপ্রদেশের মানুষ অনেক ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে। দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই রাজ্যের অব্যাহত সমৃদ্ধি কামনা করি।' অন্যদিকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ টুইট করেন, 'আধ্যাত্মিকতা এবং আধুনিকতার সংমিশ্রণ, বিপ্লবী উত্তরপ্রদেশ নিরাপত্তা ও সমৃদ্ধির স্বপ্ন বাস্তবায়িত করে। উত্তর প্রদেশের সকল বাসিন্দাকে উত্তরপ্রদেশ দিবসের শুভেচ্ছা। আসুন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমাদের রাজ্যকে একটি 'স্বনির্ভর রাষ্ট্র' হিসেবে গড়ে তোলার সংকল্প নিই।'