নিজস্ব সংবাদদাতাঃ স্টকহোমে সপ্তাহান্তে ইসলামবিরোধী ও কুর্দিপন্থী গোষ্ঠীগুলোর বিক্ষোভের পর সামরিক জোটের সদস্যপদের জন্য সুইডেনের সমর্থন আশা না করার বিষয়ে সুইডেনকে সতর্ক করে দেীওয়ার পর তুরস্কের প্রেসিডেন্ট ন্যাটোর সম্প্রসারণ নিয়ে গুরুতর সন্দেহ প্রকাশ করেছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান শনিবার রাসমুস পালুদানের কুরআন পোড়ানোর বিক্ষোভের নিন্দা জানিয়ে বলেন, এটি সবার, বিশেষ করে মুসলমানদের অপমান। নিরাপত্তা বাহিনীর 'সুরক্ষায়' স্টকহোমে তুর্কি দূতাবাসের বাইরে বিক্ষোভের অনুমতি দেওয়ায় সুইডিশ কর্তৃপক্ষের প্রতি তিনি বিশেষভাবে ক্ষুব্ধ ছিলেন।সপ্তাহান্তে বিক্ষোভের বিষয়ে এরদোগান তার প্রথম মন্তব্যে বলেন, "এটা স্পষ্ট যে যারা আমাদের দূতাবাসের সামনে এ ধরনের জঘন্য ঘটনা ঘটতে দিয়েছে তারা তাদের ন্যাটো সদস্যপদ আবেদনের বিষয়ে আমাদের কাছ থেকে আর কোনো দাতব্য আশা করতে পারে না।"