নিজস্ব সংবাদদাতাঃ কঙ্গোর পূর্বাঞ্চলীয় একটি গ্রামে সন্দেহভাজন ইসলামপন্থীরা অভিযান চালিয়ে প্রায় ২৩ জনকে হত্যা করেছে বলে সোমবার স্থানীয় এক প্রধান ও এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন। উভয়েই এই হত্যাকাণ্ডের জন্য পূর্ব কঙ্গোভিত্তিক উগান্ডার সশস্ত্র গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেসকে (এডিএফ) দায়ী করেছে, যারা ইসলামিক স্টেটের প্রতি আনুগত্য প্রকাশ করেছে এবং ঘন ঘন হামলা চালিয়েছে। স্থানীয় প্রধান ইউজিন মাতসোজি বলেন, "বেনি অঞ্চলের মুকুংওয়ে গ্রামে আমাদের ওপর হামলা চালানো হয়। এডিএফরাই গ্রামে হামলা চালিয়েছে।" বেনি অঞ্চলের সামরিক প্রশাসক কর্নেল চার্লস ওমেঙ্গা বলেছেন, 'প্রায় ২৩ জন গ্রামবাসী নিহত হয়েছেন। সেনারা হামলাকারীদের খুঁজছে।'