চীনের সঙ্গে যুদ্ধ কোনো বিকল্প নয়ঃ তাইওয়ান প্রেসিডেন্ট

author-image
Harmeet
New Update
চীনের সঙ্গে যুদ্ধ কোনো বিকল্প নয়ঃ তাইওয়ান প্রেসিডেন্ট

নিজস্ব সংবাদদাতাঃ তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন পোপ ফ্রান্সিসকে চিঠি লিখে বলেছেন, তাইওয়ান ও চীনের মধ্যে যুদ্ধ কোনো বিকল্প নয় এবং সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি তাইওয়ানের জনগণের জোরালো আহ্বানকে সম্মান জানিয়ে বেইজিংয়ের সঙ্গে সুস্থ সম্পর্ক গড়ে তোলা সম্ভব। ভ্যাটিকান চীনের দাবি করা তাইওয়ানের একমাত্র ইউরোপীয় কূটনৈতিক মিত্র এবং তাইপেই উদ্বেগের সঙ্গে দেখেছে যে পোপ ফ্রান্সিস চীনের সঙ্গে সম্পর্কের উন্নতির দিকে এগিয়ে যাচ্ছেন। গণতান্ত্রিকভাবে শাসিত এই দ্বীপটির সঙ্গে মাত্র ১৪টি দেশের আনুষ্ঠানিক সম্পর্ক রয়েছে, মূলত চীনের চাপের কারণে। ১ জানুয়ারি পোপের বিশ্ব শান্তি দিবসের বার্তার জবাবে পাঠানো চিঠিতে সাই বলেন, 'ইউক্রেনের যুদ্ধ বিশ্বকে শান্তির মূল্য উপলব্ধি করিয়েছে এবং আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখা একটি গুরুত্বপূর্ণ ঐকমত্যে পরিণত হয়েছে।' তিনি আরও বলেন, "গত বছর আমার জাতীয় দিবসের ভাষণে আমি পুনরায় বলেছিলাম যে তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা আন্তঃপ্রণালী সম্পর্কের বিকাশের ভিত্তি এবং সশস্ত্র সংঘাত কোনও বিকল্প নয়।"