বিদ্যুৎ বণ্টনে আরও বেসরকারিকরণে জোর

author-image
Harmeet
New Update
বিদ্যুৎ বণ্টনে আরও বেসরকারিকরণে জোর

নিজস্ব সংবাদদাতাঃ   কেন্দ্রীয় বাজেট পেশের ঠিক আগেই ভারতের বিদ্যুৎ বণ্টন ক্ষেত্রে আরও বেশি বেসরকারিকরণের লক্ষ্যে প্রাথমিক পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার । যে সমস্ত বিদ্যুৎ বণ্টন সংস্থার বিদ্যুৎ বণ্টন ক্ষেত্রে লাইসেন্সের কোনও মেয়াদ নেই, তাদের ক্ষেত্রে 2028 সালের জুনের মাঝামাঝি লাইসেন্সের সময়সীমা শেষ হবে। সংশ্লিষ্ট বিদ্যুৎ বণ্টন সংস্থাকে 2028 সালের জুনের আগে লাইসেন্স পুননর্বীকরণের জন্য বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের কাছে আবেদন জানাতে হবে। এই ব্যবস্থা চালু করার জন্য 2003 সালের বিদ্যুৎ আইনের আওতায় বিদ্যুৎ সংশোধনী (বিধি), 2023-এর খসড়া বৃহস্পতিবার প্রকাশ করেছে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক। আগামী 30 দিনের মধ্যে খসড়াটির উপর মন্ত্রক মতামত চেয়েছে।