৭৫ জন স্বাধীনতা সংগ্রামীর প্রতিকৃতি দিয়ে অভিনব অশোক চক্র

author-image
New Update
৭৫ জন স্বাধীনতা সংগ্রামীর প্রতিকৃতি দিয়ে অভিনব অশোক চক্র

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর:  অভিনব অশোক চক্র। ২৪ টি দেশালাই কাঠি কেটে তৈরী করা হয় এই চক্র। বানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের নারাজোল এলাকার বাসিন্দা বিমান আদক। ৫.৪ সেমি চক্রের মধ্যে রয়েছে ৭৫ তম স্বাধীনতা দিবসের ৭৫ জন স্বাধীনতা সংগ্রামীর প্রতিকৃতি। এটি তৈরী করতে বিমান বাবুর সময় লেখেছে ৬ দিন ২১ ঘন্টা। প্রতিটি প্রতিকৃতি লেন্স দিয়ে বানানো হয়েছে। কিন্তু সাধারন চোখেও তা চেনা সম্ভব।