নিজস্ব সংবাদদাতা: মাঝ আকাশে 'ফ্লাইট ম্যানেজমেন্ট সিস্টেমে' প্রযুক্তিগত ত্রুটির কারণে বিপাকে পড়ে মাসকটগামী এয়ার ইন্ডিয়া বিমান।
/)
কেরালার ত্রিভান্দ্রম বিমানবন্দর থেকে মাসকটের উদ্দেশ্যে রওনা হয় বিমানটি। তবে ৪৭ মিনিটের মাথায় সেটি আবার ত্রিভান্দ্রম বিমানবন্দরে অবতরণ করে। বিমানটিতে ১০৫ জন যাত্রী ছিল।