নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ২১টি বৃহত্তম নামহীন দ্বীপপুঞ্জের নাম ঘোষণা করলেন।
মেজর সোমনাথ শর্মা, মাননীয় ক্যাপ্টেন (তৎকালীন ল্যান্স নায়েক) করম সিং, দ্বিতীয় লেফটেন্যান্ট রাম রাঘব রানে, নায়ক যদুনাথ সিং, নায়েব সুবেদার বানা সিং, ক্যাপ্টেন বিক্রম বাত্রা, লেফটেন্যান্ট মনোজ কুমার পান্ডে সহ ২১ জন পরমবীর চক্র বিজয়ীর নামে এই দ্বীপগুলির নামকরণ করা হয়।
এদিন তিনি নেতাজি সুভাষ চন্দ্র বসু দ্বীপের উপর নির্মিত জাতীয় স্মৃতিসৌধের মডেলও উন্মোচন করেন।
Prime Minister Narendra Modi unveils the model of the National Memorial dedicated to Netaji to be built on Netaji Subhas Chandra Bose Dweep. pic.twitter.com/nrzldpgKkD
PM Modi names 21 largest unnamed islands of Andaman & Nicobar Islands.
The islands have been named after 21 Param Veer Chakra awardees including Major Somnath Sharma, Subedar and Hony Captain (then Lance Naik) Karam Singh, 2nd Lt. Rama Raghoba Rane, Nayak Jadunath Singh pic.twitter.com/RWvy8F6118