সামুদ্রিক প্রতিরক্ষাকে শক্তিশালী করতে নয়া লক্ষ্যে অস্ট্রেলিয়া

author-image
Harmeet
New Update
সামুদ্রিক প্রতিরক্ষাকে শক্তিশালী করতে নয়া লক্ষ্যে অস্ট্রেলিয়া


নিজস্ব সংবাদদাতা: সামুদ্রিক প্রতিরক্ষাকে শক্তিশালী করতে সামুদ্রিক মাইন কেনার গতি বাড়াবে অস্ট্রেলিয়া। 

Mine Warfare Needs a New Concept of Operations | Proceedings - October 2020  Vol. 146/10/1,412

অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে, দেশটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব বাড়ানোর পরিকল্পনার মধ্যে সম্ভাব্য আক্রমণকারীদের থেকে তার সামুদ্রিক রুট এবং বন্দরগুলিকে রক্ষা করতে এই সিদ্ধান্ত নিয়েছে। উন্নত সমুদ্র মাইন জলপথে বহিরাগত শত্রুদের রুখতে বড় ভূমিকা নেবে বলে আশা করছে অস্ট্রেলিয়া। চীনের বিরুদ্ধে আরও শক্তি বাড়ানোর চেষ্টা করছে অস্ট্রেলিয়া।