নিজস্ব সংবাদদাতা: আজ নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৬ তম জন্মবার্ষিকী। সুভাষচন্দ্র বসু দক্ষিণ চব্বিশ পরগণা জেলার বিখ্যাত 'মাহীনগরের বসু পরিবারে' জন্মগ্রহণ করেন। তার মাতা প্রভাবতী বসু এবং পিতা জানকীনাথ বসু। সুভাষ ১৮৯৭ খ্রিষ্টাব্দের ২৩ জানুয়ারি ব্রিটিশ ভারতের অন্তর্গত বাংলা প্রদেশের উড়িষ্যা বিভাগের কটকে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই স্বাধীনচেতা ও মেধাবী ছিলেন তিনি। অন্যায়ের প্রতিবাদ করতে তিনি বিন্দুমাত্র ভয় পেতেন না। ১৯০২ সালে তিনি কটকের প্রোটেস্ট্যান্ট ইউরোপীয় স্কুলে ভর্তি হন। ষষ্ঠ শ্রেণি পর্যন্ত সুভাষচন্দ্র বসু প্রোটেস্ট্যান্ট ইউরোপীয় স্কুলে পড়াশোনা করেন। তবে সেখানে ভারতীয় ভাষা শেখার সুবিধা ছিল না। সেখানে ১৯০৯ সালে ১২ বছর বয়সে কটকের রাভেনশ কলেজিয়েট স্কুলে ভর্তি করা হয় তাকে। তিনি বিভিন্ন ভারতীয় ভাষায় জ্ঞান লাভ করেন।তিনি ১৯১২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিচালিত ম্যাট্রিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেন।