অপুষ্টিতে ইয়ানোমামি শিশুদের মৃত্যুর ঘটনায় ব্রাজিলে জরুরি অবস্থা ঘোষণা

author-image
Harmeet
New Update
অপুষ্টিতে ইয়ানোমামি শিশুদের মৃত্যুর ঘটনায় ব্রাজিলে জরুরি অবস্থা ঘোষণা

নিজস্ব সংবাদদাতাঃ অবৈধ স্বর্ণ উত্তোলনের ফলে অপুষ্টি ও অন্যান্য রোগে শিশুদের মৃত্যুর খবর পাওয়ার পর ভেনেজুয়েলার সীমান্তবর্তী দেশটির বৃহত্তম আদিবাসী সংরক্ষিত ইয়ানোমামি অঞ্চলে চিকিৎসা জরুরি অবস্থা ঘোষণা করেছে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার নতুন সরকার এক ডিক্রিতে বলেছে, এই ঘোষণার উদ্দেশ্য ছিল ইয়ানোমামির জনগণের স্বাস্থ্যসেবা পুনরুদ্ধার করা, যা তার কট্টর ডানপন্থী পূর্বসূরি জাইর বোলসোনারো ভেঙে দিয়েছিলেন।শনিবার রোরাইমা রাজ্যের বোয়া ভিস্তার ইয়ানোমামি স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্ক নারী-পুরুষের পাঁজর এত পাতলা হওয়ার ছবি প্রকাশের পর লুলা সেখানে যান। এক টুইটবার্তায় লুলা বলেন, 'মানবিক সংকটের চেয়েও বেশি আমি রোরাইমায় যা দেখেছি তা হল গণহত্যা: ইয়ানোমামির বিরুদ্ধে একটি পূর্বপরিকল্পিত অপরাধ, যা দুর্ভোগের প্রতি অসংবেদনশীল একটি সরকার করেছে।'