নিজস্ব সংবাদদাতাঃ জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পোল্যান্ড ইউক্রেনে তাদের লেপার্ড-২ ট্যাংক পাঠাতে চাইলে তার সরকার বাধা হয়ে দাঁড়াবে না। ইউক্রেনের কর্মকর্তারা কয়েক মাস ধরে পশ্চিমা মিত্রদের আধুনিক জার্মান-নির্মিত ট্যাংক সরবরাহের আহ্বান জানিয়ে আসছেন - কিন্তু বার্লিন এখনও পর্যন্ত তাদের পাঠানো বা অন্যান্য ন্যাটো দেশগুলোকে এটি করার অনুমতি দেওয়া থেকে বিরত রয়েছে। জার্মান অনুমোদন ছাড়াই পোল্যান্ড যদি তাদের লেপার্ড ২ ট্যাংক পাঠায়, তাহলে কী হবে জানতে চাইলে আনালেনা বেয়ারবক বলেন, 'এই মুহূর্তে প্রশ্ন করা হয়নি, কিন্তু যদি আমাদের জিজ্ঞাসা করা হয় তবে আমরা বাধা হয়ে দাঁড়াব না।'