নিজস্ব সংবাদদাতাঃ বুরকিনা ফাসো ফ্রান্সকে এক মাসের মধ্যে দেশ থেকে তাদের সৈন্য সরিয়ে নিতে বলেছে বলে জানা গিয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১৮ জানুয়ারির চিঠিতে ২০১৮ সালের চুক্তির অবসান ঘটানো হয়েছে, যার অধীনে ফরাসি সৈন্যরা সেখানে অবস্থান করছিল এবং তাদের প্রস্থানের জন্য এক মাসের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সূত্রে খবর, বুরকিনাবে সরকার গত বুধবার এই চুক্তির নিন্দা করেছে, যা ২০১৮ সাল থেকে তার ভূখণ্ডে ফরাসি সশস্ত্র বাহিনীর উপস্থিতিকে নিয়ন্ত্রণ করছে।