নিজস্ব সংবাদদাতাঃ টোকিও অলিম্পিকে স্বর্ণ পদক জিতেছেন ভারতের জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। কিন্তু এই সাফল্য তাঁর একার নয়, সমগ্র দেশের। একথা বারবার বলেছেন নীরজ। কিন্তু আপনি কি জানেন দেশের এই ‘সোনার ছেলে’র পিছনে ভারত সরকার খরচ করেছে প্রায় ৭ কোটি টাকা? বিদেশে গিয়ে অনুশীলন, বিদেশি কোচের কাছে ব্যক্তিগত অনুশীলন, জ্যাভলিন এবং জ্যাভলিন থ্রো মেশিন কেনা- এই সব কিছু মিলিয়ে খরচ হয়েছে এই বিপুল পরিমাণ অর্থ। অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি আদিল সুমারিওয়ালা টুইট করে এই বিষয়টি জানিয়েছেন।