নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিবিসি ডকুমেন্টারি শেয়ার করা টুইটগুলি ব্লক করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, বিবিসি ডকুমেন্টারির প্রথম পর্ব শেয়ার করা ইউটিউব ভিডিওগুলি ব্লক করারও নির্দেশ দিয়েছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রক এই আদেশ জারি করেছে। এই নিয়ে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। তিনি টুইট করেন, "ভারতের কিছু মানুষ এখনও ঔপনিবেশিক নেশার থেকে দূরে সরে যেতে পারেনি। তারা বিবিসিকে ভারতের সর্বোচ্চ আদালতের ঊর্ধ্বে মনে করে এবং তাদের নৈতিক প্রভুদের খুশি করার জন্য দেশের মর্যাদা ও ভাবমূর্তিকে যে কোনও মাত্রায় ক্ষুণ্ণ করে।" অন্য একটি টুইটে কিরেন রিজিজু লিখেছেন, 'যাই হোক, এই টুকড়ে-টুকড়ে গ্যাং সদস্যদের কাছ থেকে এর চেয়ে ভাল প্রত্যাশা আর কিছু হতে পারে না, যাদের একমাত্র লক্ষ্য ভারতের শক্তিকে দুর্বল করা।'