নিজস্ব সংবাদদাতাঃ ত্রিপুরা সহ ৩ রাজ্যে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। এদিকে আসন্ন বিধানসভা ভোটকে পাখির চোখ করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বিধানসভা রবিবার আগরতলায় ডোর টু ডোর কর্মসূচির সূচনা করেন। এদিন মুখ্যমন্ত্রী জনগণের সঙ্গে দেখা করেন এবং তাঁদের সঙ্গে মতবিনিময় করেন।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, 'বিজেপি সরকারের ওপর মানুষের প্রচুর আস্থা রয়েছে। মানুষ সুখী। ত্রিপুরায় অনেক উন্নয়ন হয়েছে যার মধ্যে রয়েছে নতুন মহাসড়ক, ইন্টারনেট, জলপথ এবং অবকাঠামো। বিজেপির প্রতি মানুষের প্রচুর আস্থা রয়েছে কারণ তারা মনে করে যে বিজেপি সরকার স্বচ্ছ। রাজ্যে সন্ত্রাসবাদের অবসান হয়েছে এবং এখন শান্তি ও সমৃদ্ধি রয়েছে।'