প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলনের সঙ্গে স্বাধীনতা দিবসের ফারাক কোথায় জানেন?

author-image
Harmeet
New Update
প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলনের সঙ্গে স্বাধীনতা দিবসের ফারাক কোথায় জানেন?

নিজস্ব সংবাদদাতা : প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের সূচনা হয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। অন্যদিকে, স্বাধীনতা দিবসেও দেখা যায় একই ছবি। কিন্তু জানেন কী, দুটি দিনের মধ্যে পতাকা উত্তোলনের মধ্যে পার্থক্য রয়েছে? দুদিনই পতাকা উত্তোলন করা হলেও স্বাধীনতা দিবসের দিন পতাকা নীচ থেকে উপর পর্যন্ত তোলা হয়। আর প্রজাতন্ত্র দিবসের দিন পতাকা উপরেই বাঁধা থাকে। সেটি শুধু ভাঁজ করা অবস্থায় থাকে। সেখান থেকে পতাকাকে মুক্ত করা হয়। ইংরেজিতে প্রথমটিকে বলা হয় ‘Hoist’, আর দ্বিতীয় পদ্ধতিটিকে ‘Unfurl’। বাংলা করলে হবে ‘উত্তোলন’ এবং ‘উন্মোচন’।



 ১৯৪৭ সালের ১৫ অগস্ট ভারত স্বাধীনতা অর্জন করেছিল। তাই স্বাধীনতা দিবসে নীচে থেকে পতাকা উত্তোলন করা হয়। কিন্তু প্রজাতন্ত্র দিবস পালন করা হয় ১৯৫০ সাল থেকে। ওই বছরের ২৬ জানুয়ারি ছিল প্রজাতন্ত্র দিবস। তত দিন ভারত স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা পেয়ে গিয়েছে। তাই জাতীয় পতাকা সেদিন উপরেই বাঁধা থাকে। সেটির উন্মোচন করা হয় গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ভারতের ডানা মেলার প্রতীক হিসাবে। সেই কারণেই জাতীয় পতাকার প্রতি এই দু’টি দিন দু’ভাবে সম্মান দেখানো হয়।