নারী-পুরুষ দেহের কিছু অজানা তথ্য

author-image
Harmeet
New Update
নারী-পুরুষ দেহের কিছু অজানা তথ্য

​নিজস্ব সংবাদদাতাঃ নারী এবং পুরুষ উভয় সম্পর্কে একাধিক তথ্য আমাদের সকলেরই অজানা। নারী এবং পুরুষের মধ্যে শারীরিক গঠনগত ফারাকও রয়েছে। জেনে নিন নারী পুরুষ দেহের কিছু অজানা তথ্য। 

​১) পুরুষদের থেকে বেশি পরিমাণে প্রতিদিন চুল হারান নারীরা। পুরুষরা প্রতিদিন ৪০টির মতো চুল হারান কিন্তু নারীদের এই চুল হারানোর পরিমাণ ৭০টির মতো।

২) মানুষের মাথার খুলি ২৬টি ভিন্ন ভিন্ন রকমের হাড় দিয়ে তৈরি।

৩) একজন মানুষের দেহের সবথেকে ছোট হাড় হলো তার কানের হাড়।
৪) একজন স্বাভাবিক মানুষ দৈনিক ছয় বার মূত্রত্যাগ করে। 


৫) মানুষ যখন হাঁচি দেয় তখন তার শরীরের সমস্ত যন্ত্রাংশ একদম বন্ধ হয়ে যায়। এমনকি হৃদয়ও।
৬) জিভ কেবলমাত্র স্বাদ গ্রহণ ও উচ্চারণে ব্যবহার হয় না। এটি মানুষের শরীরের সবচেয়ে বেশি শক্তিশালী এক পেশী।