নিজস্ব সংবাদদাতাঃ জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি (এনএসএপি), যার মধ্যে রয়েছে বয়স্ক ভাতা, বিধবা পেনশন, প্রতিবন্ধীদের জন্য পেনশন, জাতীয় পরিবার বেনিফিট স্কিম এবং অন্নপূর্ণা প্রোগ্রাম, যার লক্ষ্য দরিদ্র পরিবারগুলোকে সামাজিক সহায়তা সুবিধা প্রদান করা। তবে ১৯৯৫ সালে এই কর্মসূচি শুরু হওয়ার পর থেকে সরকার সহায়তার পরিমাণ সংশোধন করেনি। সেন্টার ফর বাজেট অ্যান্ড গভর্নেন্স অ্যাকাউন্টেবিলিটির (সিবিজিএ) সামাজিক খাতের কর্মসূচি এবং বাজেটের প্রতিক্রিয়া বিষয়ক বিশেষজ্ঞ জাভেদ আলম খানের মতে, 'পেনশন স্কিমের অধীনে সমস্ত বরাদ্দ এবং ইউনিট খরচ বাড়ানোর ক্ষেত্রে এই বাজেট থেকে কিছুটা আশা থাকা উচিত।'