ইউক্রেনে চিতাবাঘের ট্যাঙ্ক পাঠানোর বিরুদ্ধে জার্মানির পদক্ষেপে কিয়েভের বাসিন্দারা হতাশ

author-image
Harmeet
New Update
ইউক্রেনে চিতাবাঘের ট্যাঙ্ক পাঠানোর বিরুদ্ধে জার্মানির পদক্ষেপে কিয়েভের বাসিন্দারা হতাশ

নিজস্ব সংবাদদাতা: রাশিয়ার সম্ভাব্য আক্রমণের আগে ইউক্রেনে শক্তিশালী চিতাবাঘ ২ ট্যাংক পাঠাতে জার্মানির অনিচ্ছায় কিয়েভের বাসিন্দারা হতাশার সাথে প্রতিক্রিয়া জানিয়েছেন। শুক্রবার জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে কিয়েভের সামরিক সমর্থকদের একটি উচ্চ পর্যায়ের বৈঠকের পরিপ্রেক্ষিতে তারা এ কথা বলেন। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে, জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশ ইউক্রেনকে ট্রাংক পাঠাবে কিন্তু আমেরিকা যতদিন না পর্যন্ত ট্রাংক পাঠানোর অনুমতি দেবেন , ততদিন ইউক্রেনকে ট্রাংক পাঠাবে না কোন দেশ।