নিজস্ব সংবাদদাতাঃ মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম, রিচার্ড ব্লুমেনথাল এবং শেলডন শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এক বিবৃতিতে গ্রাহাম বলেন, "আমরা তিনজন, একজন রিপাবলিকান এবং দুজন ডেমোক্র্যাট, একই লক্ষ্য - রাশিয়ানদের ইউক্রেন থেকে বিতাড়িত করা। এই লক্ষ্য অর্জনের জন্য, ইউক্রেনীয় সামরিক বাহিনীর ট্যাংক প্রয়োজন। কে ট্যাঙ্ক পাঠাবে এবং তারা কখন পাঠাবে তা ঘিরে আমি ক্লান্ত হয়ে পড়েছি। পুতিন অস্ত্রের জোরে ইউরোপের মানচিত্র পুনরায় লেখার চেষ্টা করছেন। বিশ্ব ব্যবস্থা হুমকির মুখে পড়েছে।"