জম্মুতে বিস্ফোরণে আহতদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা

author-image
Harmeet
New Update
জম্মুতে বিস্ফোরণে আহতদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা


নিজস্ব সংবাদদাতাঃ
শনিবার জম্মুর নারওয়াল এলাকায় দুটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে উপত্যকাজুড়ে। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এহেন ঘটনার জেরে কপালে চিন্তার ভাঁজ পড়েছে তদন্তকারীদের। এই বিস্ফোরণে আহত হয়েছেন ৭ জন। সূত্রের খবর, পুলিশ একে জঙ্গি হামলা বলে মনে করছে। এদিকে এই ঘটনার চরম নিন্দা জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের এলজি মনোজ সিনহা। ইতিমধ্যে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা লেফটেন্যান্ট গভর্নরকে বিস্ফোরণ এবং তদন্তের অবস্থা সম্পর্কে অবহিত করেছেন। মনোজ সিনহা দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে জরুরি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি লেফটেন্যান্ট গভর্নর আহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। এ ঘটনায় আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি।