নিজস্ব সংবাদদাতাঃ বড় সিদ্ধান্তের পথে হাঁটল কেরালা সরকার। কারণ কেরালা সরকার সমস্ত সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের ঋতুস্রাবের সময়ে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের উচ্চশিক্ষা বিভাগ এক নির্দেশিকা জারি করে জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ৭৫ শতাংশের পরিবর্তে এখন থেকে ৭৩ শতাংশ উপস্থিতি নিয়ে ছাত্রীরা তাদের সেমিস্টার পরীক্ষায় বসতে পারবে। এছাড়াও ১৮ বছরের বেশি বয়সী সকল ছাত্রী ৬০ দিন পর্যন্ত গর্ভাবস্থাকালীন ছুটি নিতে পারবে।