নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার আগেই বড় সাফল্য পেল মুম্বই পুলিশ। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সমাবেশের আগে সেনা জওয়ান পরিচয় দিয়ে সমাবেশে ঢোকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সে (বিকেসি) পৌঁছানোর ৯০ মিনিট আগে নভি মুম্বাইয়ের ৩৫ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।
পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃত ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর 'গার্ড রেজিমেন্ট'-এর নায়েক দাবি করে উচ্চ নিরাপত্তাসম্পন্ন ভিভিআইপি এলাকায় ঢোকার চেষ্টা করেছিল। ধৃতের নাম রামেশ্বর মিশ্র। মুম্বই পুলিশ ভারতীয় দণ্ডবিধির ১৭১, ৪৬৫, ৪৬৮ এবং ৪৭১ ধারায় মামলা দায়ের করেছে।