নিজস্ব সংবাদদাতাঃ শত্রুদের চোখ রাঙিয়ে সমুদ্রে ভারতীয় নৌবাহিনীর আরও শক্তি বৃদ্ধি হতে চলেছে। কারণ কালভারি শ্রেণির পঞ্চম সাবমেরিন আইএনএস 'ভাগির' ২৩ জানুয়ারি নোসাইনায় যোগ দেবে। উল্লেখ্য, এই সাবমেরিনটি সম্পূর্ণরূপে ভারতে তৈরি এবং মুম্বাইয়ের মাজাগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড দ্বারা নির্মিত হয়েছে। এতে ভারতীয় নৌবাহিনীকে সহায়তা করেছে ফরাসি কোম্পানি নেভাল গ্রুপ। এই বিষয়ে কমান্ডিং অফিসার দিবাকর এস বলেন, 'আইএনএস ভাগির সমুদ্রতীরে এবং মধ্য সমুদ্রে মোতায়েন করা যেতে পারে এবং এটি ভারতীয় নৌবাহিনীর সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করতে সক্ষম। আত্মনির্ভর ভারতের দিকে এটি একটি বড় পদক্ষেপ।'