নিজস্ব সংবাদদাতাঃ দেশজুড়ে ছড়িয়ে পড়া সরকারবিরোধী বিক্ষোভে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শুক্রবার রাতে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়লে ৫০ জন পেরুভিয়ান আহত হয়েছেন। রাজধানী লিমার রাস্তায় আগুন লাগার সময় পুলিশ কর্মকর্তারা কাঁচের বোতল ও পাথর নিক্ষেপকারীদের প্রতিহত করতে কাঁদানে গ্যাস ব্যবহার করেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ভিসেন্তে রোমেরো এক বিবৃতিতে বলেছেন, দেশটির দক্ষিণাঞ্চলীয় পুনো অঞ্চলে প্রায় দেড় হাজার বিক্ষোভকারী ইলাভে শহরের একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়েছে। পুনোর জেপিটার একটি পুলিশ স্টেশনেও আগুন লেগেছে বলে জানিয়েছেন রোমেরো। ইলাভের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, হাত-পা ভেঙ্গে যাওয়া, চোখের সংক্রমণসহ আহত আটজন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, দেশব্যাপী বিক্ষোভে ৫৮ জন আহত হয়েছেন।