নিজস্ব সংবাদদাতাঃ বিহারের কাটিহারে বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়ার খবর পাওয়া গেছে। ২২৩০২ ডাউন বন্দে ভারত এক্সপ্রেসের এসকর্ট পার্টি জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ২০ জানুয়ারি। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, ডালখোলা-তেলতা রেলস্টেশন পার হওয়ার সময় ৬ নম্বর কোচের ৭০ নম্বর বার্থে যাত্রীরা পাথর ছোঁড়ার অভিযোগ করেন। আরপিএফ জানিয়েছে, 'পাথর নিক্ষেপের কারণে কোচ সি-৬ এর ডান পাশের একটি জানালার কাঁচ ভেঙে গেছে।'