নিজস্ব সংবাদদাতাঃ কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য আগামী মাসে রাশিয়ার বিরুদ্ধে ১০ম নিষেধাজ্ঞার প্যাকেজ নিয়ে কাজ করছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। মস্কোর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের পারমাণবিক জ্বালানি সহযোগিতা বন্ধ, রাশিয়ার হীরা আমদানি নিষিদ্ধ এবং ক্রেমলিনের মিত্র বেলারুশের সঙ্গে বাণিজ্য কমাতে নতুন নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)। শুক্রবার তিনটি মধ্যম সারির দেশের জ্যেষ্ঠ কূটনীতিকরা বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে একীভূত হতে চাওয়া সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র রাশিয়ার আগ্রাসনের ২৪ ফেব্রুয়ারির বার্ষিকীর দিকে পরবর্তী দফার নিষেধাজ্ঞা প্রস্তুত করা উচিত। একজন জ্যেষ্ঠ কূটনীতিক বলেন, "আক্রমণের মর্মান্তিক প্রথম বার্ষিকীর কাছাকাছি সময়ে নিষেধাজ্ঞার পরবর্তী প্যাকেজ প্রস্তুত হবে।"