নিজস্ব সংবাদদাতাঃ চিনার পার্কের জোড়া ফ্ল্যাটে ২৪ ঘন্টার বেশি সময় ধরে তল্লাশির পরে আটক করা হয়েছে হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে। তদন্তে অসহযোগিতার অভিযোগে যুব তৃণমূল নেতাকে আটক করল ইডি। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে, দাবি ইডির। তাঁর বিরুদ্ধে টাকা নিয়ে স্কুলের বিভিন্ন পদে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। যদিও এর আগে সিবিআই-এর জিজ্ঞাসাবাদে নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন কুন্তল ঘোষ।