নিজস্ব সংবাদদাতাঃ ডব্লিউএফআই-এর বিরুদ্ধে কুস্তিগীরদের বিক্ষোভ | কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রীর সঙ্গে বৈঠকে খেলোয়াড়রা তাদের দাবি-দাওয়া মেনে চলা নিয়ে আলোচনা করা হয়। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, অভিযোগ ওঠার পর আমরা ভারতীয় কুস্তি ফেডারেশনকে নোটিশ দিয়েছিলাম এবং ৭২ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলেছিলাম। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একটি তদারকি কমিটি গঠন করা হবে এবং যার নাম আগামীকাল ঘোষণা করা হবে। এই কমিটি চার সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করবে এবং ডব্লিউএফআই এবং এর প্রধানের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত করবে। রেসলিং ফেডারেশনের প্রধান ব্রিজ ভূষণ সিং তদারকি কমিটির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পদত্যাগ করবেন এবং তিনি তদন্তে সহযোগিতা করবেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত একটি কমিটি ডব্লিউএফআইয়ের দৈনন্দিন কাজকর্ম দেখভাল করবে। এদিন কুস্তিগীর বজরং পুনিয়া বলেন, 'কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী আমাদের দাবি শুনেছেন এবং আমাদের আশ্বাস দিয়েছেন যে যথাযথ তদন্ত করা হবে। আমি তাঁকে ধন্যবাদ জানাই এবং আমরা আশাবাদী যে সুষ্ঠু তদন্ত হবে। তাই আমরা প্রতিবাদ প্রত্যাহার করছি'।
Delhi | Union Sports Minister listened to our demands and has assured us that a proper investigation will be done. I thank him and we are hopeful that a fair probe will be done, hence we are calling off the protest: Wrestler Bajrang Punia pic.twitter.com/7cEBGIOwkJ
It has been decided that an oversight committee will be formed & names for which will be announced tomorrow. The committee will complete its investigation in 4 weeks & will thoroughly probe all the allegations that have been leveled against WFI & its chief: Union Sports Minister pic.twitter.com/lj7mvopveQ