নিজস্ব সংবাদদাতাঃ মণিপুর পুলিশ এবং বন বিভাগের সঙ্গে যৌথ অভিযানে আসাম রাইফেলস শুক্রবার মণিপুরের নোনি জেলার নুংবা মহকুমার লংপি গ্রামের পাহাড়ে ১.২৫ একর বনভূমিতে লাগানো ৮০ হাজার আফিম পোস্ত গাছ ধ্বংস করেছে। আসাম রাইফেলস এক বিবৃতিতে জানিয়েছে, পপি গাছের মূল্য আনুমানিক ১০ লাখ টাকা।