নিজস্ব সংবাদদাতাঃ সামনেই কেন্দ্রীয় বাজেট। এবারের বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা রয়েছে অনেক। বিশেষ করে চাকুরিজীবী ও নিম্ন-মধ্যবিত্ত মানুষ যারা, তারা এবারের বাজেটে কেন্দ্রের কাছে কর ছাড় ও আর্থিক অনুদানের প্রত্যাশা রাখছেন। প্রতিবারের বাজেটেই বিশেষ গুরুত্ব দেওয়া হয় কৃষি বাজেটকে। কারণ আমাদের দেশ কৃষি-নির্ভর দেশ। দেশের একটা বড় অংশের মানুষের জীবীকা এখনও কৃষিকাজ। ফলে কৃষি বাজেটে কেন্দ্র কী কী ছাড় বা কৃষিপণ্যের উপরে কর ঘোষণা করল, তার দিকে নজর থাকে দেশবাসীর। কেন্দ্রীয় সূত্রে খবর, এবারের বাজেটে বিশেষ গুরুত্ব পেতে চলেছে কৃষি বাজেট। এই বাজেটে কৃষকদের জন্য বেশ কিছু বড় ঘোষণা করতে পারে কেন্দ্র। কৃষকদের উপার্জন বাড়ানোর জন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি প্রকল্পের বরাদ্দ বাড়ানোর কথা ঘোষণা করতে পারেন। কেন্দ্রীয় সূত্রে খবর, প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি প্রকল্পের সুবিধা পান যে সমস্ত কৃষকেরা, এবার তাদের উপার্জন বাড়তে চলেছে। প্রতি বছর কৃষকেরা এই প্রকল্পের অধীনে ৬ হাজার টাকা করে পান। এবার সেই বার্ষিক বরাদ্দের পরিমাণ বাড়াতে হতে পারে। ৬ হাজার টাকার বদলে ৮ হাজার টাকা করে পেতে পারেন। আগেও যেভাবে তিন কিস্তিতে কৃষকেরা এই ৬ হাজার টাকা পেতেন, একইভাবে এই বাজেটের পর থেকে চার কিস্তিতে মোট ৮ হাজার টাকা পাবেন কৃষকেরা। এর জন্য তাদের নতুন করে কোনও আবেদন করতে হবে না।